চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২ | ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৭৫ জন আক্রান্ত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ তথ্য জানান।

জেলা সিভিল সার্জন ও চমেক হাসপাতালের তথ্যমতে, আজ দুপুর ২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ২২ জন ও সরকারি হাসপাতালে ৫৩ জন চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। চট্টগ্রাম মেডিকেলসহ আজকে বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দুই হাজার ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৬০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন এক হাজার ৭৫০ জন রোগী।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট