চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ফয়’সলেকে পর্যটন স্পট সি-ওয়ার্ল্ডের বিভিন্ন স্থাপনায় তা-ব

পিডিবি’র কর্মীদের ওপর হামলা, দুটি গাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০১৯ | ৩:১৯ পূর্বাহ্ণ

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার মুখে পড়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। এ সময় স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের দুটি গাড়ি ও পর্যটন স্পট সি-ওয়ার্ল্ডের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। গতকাল (শুক্রবার) বেলা ১১টার দিকে আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলীর ফয়’সলেক সি ওয়ার্ল্ড সংলগ্ন পাহাড়ে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন পূর্বকোণকে জানান, সি ওয়ার্ল্ডের পেছনে তিন নম্বর ঝিলপাড়ের বিজয়নগর, জিয়ানগর এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের একটি ট্রান্সফরমার বিচ্ছিন্ন করতে যায় পিডিবি’র কর্মীরা। সেখানে যাওয়ার পর পরই স্থানীয় বাসিন্দারা বাধা দেয়। একপর্যায়ে কর্মীদের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় পিডিবির কর্মীরা চলে আসতে চাইলে পিডিবির গাড়ি লক্ষ্য করে তারা এলোপাতাড়ি ইট-পাটকেল ছুঁড়লে দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিকে পিডিবির কর্মীদের ওপর হামলার খবর পেয়ে আকবরশাহ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন থানার ওসি (তদন্ত) মহিবুর রহমান। তিনি পূর্বকোণকে বলেন, এ ঘটনায় বিডিবি’র সহকারী প্রকৌশলী শোভন ভৌমিক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট