চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

ফাইল ছবি

বান্দরবান-মিয়ানমার সীমান্তে আজও গুলির শব্দ

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২২ | ২:০২ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও মিয়ানমার সীমান্তের ৪৪ নম্বর আন্তর্জাতিক পিলারের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল থেকে এ গোলাগুলি শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন। তিনি বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সীমান্তের ওপারে গোলাগুলি ও মেশিনগানের আওয়াজ শোনা যায়। রবিবার সকাল থেকে আবারও একইরকম শব্দ ভেসে আসছে। গোলাগুলির ঘটনায় এপারের মানুষকে ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে সরে যেতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার অংশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত স্থানীয়দের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় শিবির।

উল্লেখ্য, শনিবার ওপারে গোলাগুলি চলাকালে বান্দরবানের দৌছড়ি সীমান্তের অভ্যন্তরে বেশকিছু মেশিনগানের গুলি এসে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ সময় কেউ হতাহত হয়নি। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট