চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

কাপ্তাইয়ে পাচারকালে লজ্জাবতী বানর উদ্ধার, পার্কে অবমুক্ত

কাপ্তাই সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২২ | ৯:২০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে পাচারের সময় ‘বেঙ্গল স্লো লরিস’ নামে দুর্লভ প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। তবে এ সময় পাচারকারী পালিয়ে যায়। পরে বানরটিকে উপজেলা ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় অতিবিপন্ন এ বানরটিকে উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ। তিনি বলেন, বানর পাচারের খবর পেয়ে ব্যাঙছড়ি এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। পরে সেখান থেকে কাগজের বাক্সে বন্দী লজ্জাবতী বানরটি উদ্বার করা হয়। ২০১৫ সালে করা রেডলিস্টে অত্যন্ত সংকটাপন্ন এ বিরল প্রজাতির বানরের নাম উঠে আসে। পরে বানরটিকে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট