চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে মিলল টিসিবির ১৫ হাজার লিটার তেল

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২২ | ৮:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে নেজাম উদ্দিন নামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে টিসিবির ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই প্রবাসীকে ধরতে না পারলেও তেল বহনকারী ট্রাকচালক মুহাম্মদ মিজানকে (৩০) গ্রেপ্তার করা হয়।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ওই প্রবাসীর বাড়ি থেকে এসব তেল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক। তিনি বলেন, গত মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের টিসিবি পণ্যের ডিলার মুহাম্মদ আরিফ হোসেনের ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল নিয়ে তিনটি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্যে একটি ট্রাকের চালক ফোন বন্ধ করে গাড়িটি নির্দিষ্ট স্থানে না নিয়ে অন্যত্র নিয়ে যায়। চালকের সঙ্গে যোগাযোগ করতে না পেরে ওই ডিলার বৃহস্পতিবার থানায় মামলা করেন। শুক্রবার বিকালে পুলিশ ট্রাকচালক মিজানকে গ্রেপ্তার করে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চন নগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সৌদি প্রবাসী নেজাম উদ্দিনের দ্বিতল বাড়ি থেকে ১৫ হাজার ৮২০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা।

প্রবাসী নেজামের বড় বোন জানান, তেলের কার্টনগুলো আমার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে বাড়িতে নিয়ে আসে। এসব তেল কোথায় থেকে আনা হয়েছে জানি না।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট