চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

হালদায় ১ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২২ | ২:৫৮ অপরাহ্ণ

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (২২অক্টোবর) ভোরে হালদা নদীর মোহনা সংলগ্ন কুদুরখিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

রামদাশ মুন্সিরহাটস্থ হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, সকালে অভিযান চালিয়ে ২ টি চরঘেরা জাল (১ হাজার মিটার) জাল জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নৌ-পুলিশের তৎপরতা তথা এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট