চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২ | ১০:৫০ অপরাহ্ণ

শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই যুবককে আটক করেছে বন বিভাগ। রবিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে বন কর্মকর্তারা  ক্রেতা সেজে অভিযান চালিয়ে আমিন জুট মিল এলাকার আমিন কলোনি থেকে তাদেরকে আটক করেন। বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য। 

আটক দুজন হলেন : মোহাম্মদ ইসমাইল ও মো. আজিজ। 

 

দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ক্রেতা সেজে শিয়ালের মাংস বিক্রির দায়ে  দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২ কেজি ১৩৪ গ্রাম কাঁচা মাংস জব্দ করা হয়েছে। তারা কেজি ১ হাজার টাকা করে  বিক্রি করছিলো। বন্যপ্রাণী হত্যা এবং মাংস বিক্রির অপরাধে বন্যপ্রাণী আইন অনুযায়ী বন আদালতে তাদের নামে আগামীকাল মামলা করা হবে। তাদেরকে বায়েজিদ বোস্তামী থানার হেফাজতে রাখা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট