চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

ভালো মানুষ ভাল মানের পণ্য উৎপাদন করতে পারে : বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২২ | ৭:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন বলেছেন ‘মনের সাথে মানের সম্পর্ক আছে  অর্থাৎ ভালো মানুষই ভোক্তার জন্য ভাল মানের পণ্য উৎপাদন করতে পারে। জনগণের স্বাস্থের কথা মাথায় রেখে ব্যবসায়ীদের নীতি-নৈতিকতা জাগ্রত করতে হবে। কারণ দিন শেষে আমারা সবাই ভোক্তা। অন্যকে ঠকানোর মানসিকতা থাকলে নিজেকে ঠকতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিএসটিআইয়ের কর্মকর্তাদের নিরসলভাবে কাজ করতে হবে। মানের প্রশ্নে কোন ছাড় দেয়া যাবে না। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

রবিবার (১৬ অক্টোবর) বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসের আয়েজনে চট্টগ্রাম  সার্কিট হাউজ সভা কক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আলোচনা সভায় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিচালক প্রকৌশলী মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলম, দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মাহবুবুল আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের  সহকারী পরিচালক নাসরিন আক্তার, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের সহকারী কোয়ালিটি ম্যানেজার সিনথিয়া রাহাত প্রমুখ। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট