চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

হালদায় আড়াই হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০২২ | ৬:২৩ অপরাহ্ণ

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে আড়াই হাজার মিটার সুতার জাল জব্দ করেছে নৌ-পুলিশ।

 

রবিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ১টায় হালদা নদীর কদুরখীল ও হালদা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

 

নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন জানান, নদীর কদুরখীল ও হালদা নদীর মোহনা এলাকায় পাতানো অবস্থায় অবৈধ আড়াই হাজার মিটারের ৫টি সুতার জাল জব্দ করা হয়। হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় নৌ-পুলিশের তৎপরতা তথা এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট