চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

চবির সাবেক উপাচার্য আরআই চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

বিজ্ঞপ্তি

১২ অক্টোবর, ২০২২ | ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ ড. রফিকুল ইসলাম চৌধুরীর (আর আই চৌধুরী) ১৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার। এ উপলক্ষে পারিবারিকভাবে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, রফিকুল ইসলাম চৌধুরী একজন ভাষাসৈনিক ও ষাটের দশকে অধিকার আদায়ের সংগ্রামের অন্যতম সংগঠক। চবির উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজবিজ্ঞান অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট মেম্বার ছিলেন। তার সংগৃহীত প্রায় দেড় হাজার পুস্তিকা ও গবেষণাকর্মের সমন্বয়ে চবি গ্রন্থাগারের ড. আরআই চৌধুরী কর্নার প্রতিষ্ঠা করা হয়।

সাবেক এই উপাচার্য ২০০৮ সালের ১৩ অক্টোবর নগরীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডায়াবেটিস’সহ নানান জটিল রোগে অসুস্থ ছিলেন তিনি।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট