চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার

সীতাকুণ্ডে ১০০ কেজি ইলিশ, জাল ও নৌকা আটক

সীতাকুণ্ড সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২২ | ৮:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১০০ কেজি ইলিশ, ৮০ হাজার মিটার জাল ও ৪টি নৌকা আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার সৈয়দপুর বাকখালী ও কুমিরায় এ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে ৮ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার বিভিন্ন স্থানে মাছ ধরা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।

 

তিনি আরও বলেন, অভিযানকালে বাকখালী ঘাট থেকে ৫০ কেজি ইলিশ মাছ জব্দ ও ৪টি মাছ ধরার নৌকা আটক করা হয়। এছাড়া সন্দ্বীপ চ্যানেলের কুমিরাঘাট থেকে ৫০ কেজি ইলিশ মাছ ও ৮০ হাজার মিটারের জাল জব্দ করা হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করার পাশাপাশি জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

 

পূর্বকোণ/সৌমিত্র/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট