চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

পুকুর পাড়ে বাদাম কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু

সন্দ্বীপ সংবাদদাতা

৮ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে পুকুর পাড়ে বাদাম কুড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফারিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফারিয়া কালাপানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোবাশ্বের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত শিশু ফারিয়া ওই এলাকার মোহাম্মদ কাউছারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন সন্দ্বীপ থানার ডিউটি অফিসার এসআই হুমায়ুন।

পূর্বকোণকে তিনি বলেন, বাড়ির পাশে পুকুর পাড়ে বাদাম কুড়াতে যায় ফারিয়া। পুকুর পাড়ে থাকা একটি বিদ্যুতের খুঁটির টানা তার পানিতে পড়ে বিদ্যুতায়িত হয় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে ফারিয়া বাঁচাতে এসে গুরুতর আহত হন মোহাম্মদ সেলিম। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

তবে বিদ্যুৎ বিভাগের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও ফারিয়ার স্বজনরা।

স্থানীয় ইউপি সদস্য মো. শরীফ বলেন, পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে বিদ্যুতের খুঁটি তার দিয়ে বাধা ছিল। গাছটি কেটে ফেলার পর খুঁটিটি কাত হয়ে একদিকে ঝুঁকে যায়। স্থানীয় চেয়ারম্যানসহ আমরা বিদ্যুৎ বিভাগের লোকদের ডেকে খুঁটিটি ঠিক করে ঝুলানো তারের বিষয়টি জানাই। তারা কোন পদক্ষেপ না নেওয়ায় আজকে একটি তাজা প্রাণ হারাতে হয়েছে।

পূর্বকোণ/বণিক/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট