চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

টাইগারপাস থেকে বোয়ালখালীর মিলিটারি পুল যাবে বিআরটিসি বাস

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২২ | ৯:০৩ অপরাহ্ণ

বোয়ালখালীতে টেম্পু সার্ভিস নৈরাজ্য বন্ধে নগরীর টাইগারপাস থেকে মিলিটারি পুল পর্যন্ত চালু হচ্ছে বিআরটিসি বাস সার্ভিস সেবা। আগামী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় মিলিটারীপুল নুর কনভেনশন প্রাঙ্গণে এই বাস সার্ভিস উদ্বোধন করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

চট্টগ্রাম বাস ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, ‘আপাতত সেখানে দুইটি বাস দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং দূরত্ব হিসেব করে ভাড়ার তালিকা তৈরি করা হবে। এছাড়া কোন সময়ে গাড়িগুলো চলবে সেটাও নির্ধারণ করা হয়নি।

উল্লেখ্য, গত বছরের ২ মার্চ বহদ্দারহাট থেকে বোয়ালখালীর হাওলা সড়ক, উপজেলা অফিস সম্মুখ ও কানুনগোপাড়া হয়ে আহল্লা দাশের দীঘি পর্যন্ত বিআরটিসির বাস সার্ভিস সেবা চালু করা হয়। তখন সেই সড়কে বিআরটিসির ৪টি বাস যুক্ত করা হয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট