চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

চেক ডিজঅনার মামলায় যুবলীগ নেতার এক বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৫৪ অপরাহ্ণ

দশ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আদালত যুবলীগের এক নেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রবিবার চট্টগ্রাম চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ জেসমিন আক্তার কলি এ রায় দেন। বাদীর আইনজীবী অর্ণব তালুকদার পূর্বকোণকে এ তথ্য নিশ্চিত করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত মো. আলতাফ হোসেন হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক। রায়ের সময় আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত। পারভেজ নামের এক ব্যবসায়ী দুই বছর আগে আলতাফের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

অভিযোগে বলা হয়, পূর্ব পরিচয়ের সূত্রে মো. পারভেজের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন আলতাফ হোসেন। পরে এই টাকা পরিশোধ করতে ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর আলতাফ বাদীকে একটি চেক দেন। চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে বাদীর সাথে যোগাযোগ করেও সাড়া না পেয়ে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখিত সময়েও টাকা পরিশোধ না করায় ২০২০ সালের ৭ নভেম্বর আদালতে মামলাটি করেন বাদী।

 

পূর্বকোণ/ইমরান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট