চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

অবরোধ শেষ, থামেনি তাণ্ডব-গাড়ি ভাঙচুর-আগ্নিকাণ্ড

মাটিরাঙ্গা সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৫৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় ইউপিডিএফের ডাকা আধাবেল সড়ক অবরোধ শেষ হলেও থামেনি সন্ত্রাসীদের তাণ্ডব। দুইটি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে তারা। আধাবেলা অবরোধ শেষ হবার প্রায় পাঁচ ঘন্টা পর গুইমারা বাইল্যাছড়ি এলাকায় এই দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় ইউপিডিএফ (প্রসিত খীসা) কর্মীরা। তাদের উপস্থিতিতে আশেপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৫টায় বাইল্যাছড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় আন্দলনকারীরা। খবর পেয়ে মোটরসাইকেলে ধরা আগুন নেভাতে ছুটে আসে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। এই ঘটনায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক এস এম মঞ্জুর মোর্শেদ, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ আলী।

গুইমারা থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. রশিদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাইল্যাছড়ি যৌথ খামার বুদং পাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বকোণ/ছোটন/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট