চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

বাসভাড়া কমানোর বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পরিবহন মালিকরা

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২ | ১১:৩৫ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্য প্রতি লিটারে পাঁচ টাকা কমানোর পর প্রশ্ন উঠেছে বাস ভাড়া কমানো হচ্ছে কিনা। ভাড়া কমানোর বিষয় নিয়ে বাস শ্রমিক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, তেলের দাম পাঁচ টাকা কমানোর কারণে বরং তারা বিপাকে পড়েছে। কোনমতেই হিসাব মিলাতে পারছেন না। দূরপাল্লার কিংবা নগরীর গণপরিবহনে ভাড়া কমানোর ঘোষণা দেয়নি। তবে হাটহাজারী-নিউ মার্কেট রুটের বাসে ভাড়া পাঁচ টাকা কমানো হয়েছে। গতকাল (মঙ্গলবার) সকাল থেকে ওই রুটে ৪৫ টাকা থেকে পাঁচ টাকা কমিয়ে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু জানান, প্রতি লিটার তেলে পাঁচ টাকা কমানোর সাথে ভাড়া কমানোর বিষয়টি কোনমতেই মিলাতে পারছি না। আবার চাইলে দুই অথবা তিনটাকা কমানো যাচ্ছে না। তারপরও যাত্রীদের প্রতি সম্মান দেখিয়ে আমরা পাঁচ টাকা কমিয়ে দিয়েছি গতকাল থেকে। তেলের দাম কমলে আমরা ভাড়া আরো কমিয়ে দেব।

দূরপাল্লার বাসে ভাড়া কমানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ। গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, লিটার প্রতি তেলের দাম পাঁচ টাকা কমানোর সাথে ভাড়া কমানোর বিষয়টি মিলানো কঠিন। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারিভাবে যে ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছিল দূরপাল্লার বাসগুলোতে তার চেয়েও কম ভাড়া নেয়া হচ্ছে। যেমন- চট্টগ্রাম থেকে ঢাকা কিংবা যশোর খুলনার ভাড়া সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কিংবা ১৫’শ টাকা আসলে আমরা কোথাও ১০০ আবার কোথাও ২’শ টাকা কম নিচ্ছি।

চট্টগ্রাম মেট্টোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ভাড়া কামানোর বিষয়ে সরকরিভাবে নির্দেশনা দেয়া হলে তাতে আমাদের আপত্তি থাকবে না। তবে নগর গণপরিবহনে ভাড়া কমানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আমরা সিদ্ধান্ত নেব।

বেলায়েত হোসেন বলেন ‘গণপরিবহনে কী পরিমাণ ভাড়া কমানো হবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তেলের দাম যখন লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছিল তখন ভাড়া বেড়েছে কিলোমিটারে ৩৫ পয়সা করে। এখন পাঁচ টাকা কমানো হয়েছে। ভাড়াও এই পরিমাণ কমবে’।

ঢাকায় আজ বৈঠক :
জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপর থেকেই গণপরিবহনের ভাড়া কমানোর দাবি উঠেছে। জনসাধারণের যৌক্তিক দাবিটি আমলে নিয়ে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া পুনর্নির্ধারণ কমিটি। আজ (বুধবার) এ বিষয়ে বিআরটিএ’র বনানী কার্যালয়ে পরিবহন মালিকদের সঙ্গে ভাড়া পুনর্নির্ধারণ কমিটির বৈঠক হবে। বৈঠকেই সিদ্ধান্ত হবে, কিলোমিটার প্রতি কত টাকা ভাড়া কমানো হবে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট