চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

সাগরে ইঞ্জিন বিকল, ৯৯৯ নম্বরে ফোন করে রক্ষা পেলে ১৯ জেলে

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২ | ১১:০০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়েন ১৯ জেলে। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় এসব জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড হেডকোয়াটার্সের মিডিয়া কর্মকর্তা মুনীফ তকি।

তিনি বলেন, গত ২৫ আগস্ট চট্টগ্রামের কালুরঘাট থেকে এমভি কমলা নামে একটি ফিশিং ট্রলার মাছ ধরতে সাগরে যায়। ২৭ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর থেকে সাগরে ভাসতে থাকে ট্রলারটি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে কুতুবদিয়া চ্যানেল থেকে ১৯ জেলেসহ ট্রলারটি উদ্ধার করা হয়। মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট