চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

তালিকা টাঙিয়ে বড় বাসের ভাড়া আদায় করছে মিনিবাস

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট, ২০২২ | ১২:২২ পূর্বাহ্ণ

বড় বাসের ভাড়ার তালিকা টাঙিয়ে সেই অনুযায়ী বাড়তি ভাড়া আদায় করায় এক মিনিবাস চালককে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুধু অতিরিক্ত ভাড়া আদায়ই নয়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬ জন বাসচালককে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর অলংকার, একেখান, সিটি গেট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহারিয়ার ‍মুক্তার।

পূর্বকোণকে তিনি বলেন, আজ বিকেলে নগরীর অলংকার, একেখান, সিটি গেট মোড়ে ২০টি সিএনজিচালিত বাস ও ৪০টি ডিজেলচালিত বাসে অভিযান চালানো হয়। অভিযানে ৮টাকার ভাড়া ১০টাকা নেয়ায় যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ২ বাসচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভাড়া চালিত প্রাইভেট সিএনজি অটোরিকশাকে সাত হাজার টাকা ও ডাইভিং লাইসেন্স না থাকায় ৩ চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট