চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

‘যৌতুক দাবিতে নির্যাতন’: পলাতক স্বামীকে গ্রেপ্তার করল র‌্যাব

রাউজান সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২২ | ১১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে যৌতুক দাবি করে না পাওয়ায় স্ত্রীকে নির্যাতন করার মামলায় দীর্ঘদিন পলাতক স্বামী হোসেন সোহেল (৩৫)। অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক এই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটিলয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার হোসেন সোহেল উপজেলার ৭ নম্বর রাউজান সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা, খানখানাবাদ এলাকার কবির চৌধুরী বাড়ির শফিউল আলমের ছেলে।

মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে র‌্যাব-৭’র একটি দল তাকে রাউজান থানায় হস্তান্তর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) বিল্লাল হোসেন। পূর্বকোণকে তিনি বলেন, স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের ঘটনায় পলাতক ছিল ওয়ারেন্টভুক্ত আসামি হোসেন সোহেল। উপজেলার ঈদ গাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৭’র সদস্যরা। পরে রাতে হস্তান্তর করা হয় রাউজান থানায়।

 

পূর্বকোণ/জাহেদ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট