চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

লুডু খেলা নিয়ে বিতণ্ডা, পেকুয়ায় ছুরিকাঘাতে নিহত ১

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৯ আগস্ট, ২০২২ | ১২:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মুঠোফোনে লুডু খেলা নিয়ে বিতণ্ডায় অন্য খেলোয়াড়দের ছুরিকাঘাতে আবদুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত মালেক বাইন্যাঘোনা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের ছেলে।

রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনার চল্লিশ পরিবার এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম বলেন, মুঠোফোনে লুডু খেলা নিয়ে অন্য খেলোয়াড়দের ছুরিকাঘাতে মালেক নিহত হয় বলে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছে।

পেকুয়া থানার অপারেশন অফিসার মোজাম্মেল হোছাইন সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি বলেন, কয়েকজন কিশোর ফোন সেটে লুডু খেলছিল। খেলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার কথা শুনে ওই স্থানে ছুটে যায় কয়েকজন অভিভাবক। এক কিশোরের বাবা মালেককে অন্য অভিভাবকরা ইট,হাতুড়ি, লাঠি ও কাচি দিয়ে অমানবিকভাবে মারধর করে। এতে গুরুতর আহত মালেককে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/জাহেদ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট