চট্টগ্রাম মঙ্গলবার, ২১ মে, ২০২৪

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হল অত্যাধুনিক ওয়াশিং প্ল্যান্ট

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২২ | ১:২০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চালু হল আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। ফলে এখন থেকে হাসপাতালের ব্যবহৃত লিলেন সামগ্রী দ্রুত সময়ে জীবাণুমুক্ত যেমন করা যাবে, তেমনি ব্যয়ও সাশ্রয়ী হবে।

গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিক ওয়াশিং প্ল্যান্টটি উদ্বোধন করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি হাসপাতালে স্থাপিত অক্সিজেন জেনারেটরও উদ্বোধন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২১ সালের ৫ জানুয়ারিতে কোভিড রোগীদের ব্যবহৃত কাপড় এবং হাসপাতালে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পোশাক পরিষ্কার ও জীবানুমুক্ত করতে নিজস্ব ওয়াশিং প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করা হয়। যদিও গণপূর্ত-১ এর তত্ত্বাবধানে অক্সিজেন জেনারেট ও ওয়াশিং প্ল্যান্টের অবকাঠামো নির্মাণ করার পর বিশ্ব স্বাস্থ্য কর্মসূচি (ডব্লিউএফও) এর আওতায় ১ কোটি ৯১ লাখ ৩০ হাজার টাকা মূল্যেও ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিন, ইন্ডাস্ট্রিয়াল ড্রায়ার মেশিন ও আয়রণ মেশিন ক্রয় করা হয়। চীনের তৈরি এসব যন্ত্রপাতি সরবরাহ করে রাজধানী ঢাকার ব্লু ক্যানভাস লিমিটেড নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। আর এসব মেশিন ও প্ল্যান্ট স্থাপনে খরচ হয় ২২ লাখ ৭২ হাজার টাকা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি এ বলেন, রোগী ও হাসপাতালে ব্যবহৃত লিলেন সামগ্রী ঠিকাদারদের দিয়ে জীবাণুমুক্ত করানো সময় ও ব্যয় সাশ্রয়ী নয়। তাছাড়া অনেক সময় তা মান সম্মতও হয় না। কিন্তু এখন নিজস্ব প্ল্যান্টে তা দ্রুত সময়ের মধ্যেই জীবাণুমুক্ত করে সহজে তা উপযোগী করা যাবে।

প্ল্যান্ট স্থাপন সংশ্লিষ্টদের মতে, মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ১ কেজি কাপড় ওয়াশ হয়ে তা আয়রণ (ইস্ত্রি) হয়ে যাবে। এতে তেমন সময়ের প্রয়োজন হবে না। কিংবা আলাদা করে শুকানোরও প্রয়োজন হবে না। আধুনিক এ প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিনের ব্যবহৃত কাপড় প্রতিদিনই ওয়াশ বা জীবাণুমুক্ত করে তা পুনরায় আয়রণ বা ইস্ত্রি করা সম্ভব হবে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট