চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চমেক হাসপাতাল থেকে আরও ২ মোবাইল চোর ধরা

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২ | ১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোবাইল চোরচক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হল- জোরারগঞ্জ থানার মহাজন হাটের বেলায়েত হোসেনের ছেলে মেহেদী হাসান প্রকাশ তুহিন (৩২) ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার বড় বাড়ির মো. শওকতের ছেলে মো. সৌরভ (২৮)।

শুক্রবার (১৯ আগস্ট) রাত ৩টায় চমেক হাসপাতালের ৬ তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি পূর্বকোণকে বলেন, হাসপাতালে অনেক মানুষ চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা নিতে আসা অনেক অসহায় মানুষ এখানে দালালদের খপ্পরে পড়েন। দালালরা আবার তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে মোবাইল চুরি করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টায় হাসপাতালের ৬ তলায় অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোরে চমেক হাসপাতাল থেকে মোবাইল চোর সিন্ডিকেটের লিডার দেলোয়ার হোসেন প্রকাশ দেলুকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া হাসপাতাল এলাকা থেকে আরও দুই দালালকে আটক করা হয়েছিল।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট