চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

টিসিবির পণ্য কিনতে দীর্ঘসারি

নিজস্ব প্রতিবেদক

৩ আগস্ট, ২০২২ | ৩:৫০ অপরাহ্ণ

ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ন্যায্যমূল্যে তেল, চিনি, পেঁয়াজ ও মসুর ডাল বিক্রি শুরু করেছে সরকারি বিপণন সংস্থা-টিসিবি। গতকাল (মঙ্গলবার) নগরীর ৪১টি ওয়ার্ডে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়। আগস্ট মাসে টিসিবির পণ্য বিক্রি শুরুর প্রথম দিনই ক্রেতাদের ভিড় দেখা গেছে নগরীর প্রতিটি ভ্রাম্যমাণ দোকান এবং গোডাউনে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন- নগরীর ৪১টি ওয়ার্ডে টিসিবির ডিলার রয়েছেন ৫৬ জন। এসব ডিলার ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজন ক্রেতাকে লিটারপ্রতি ১১০ টাকায় ২ লিটার তেল, কেজিপ্রতি ৬৫ টাকায় ২ কেজি মশুর ডাল, কেজিপ্রতি ৫৫ টাকায় ১ কেজি চিনি এবং কেজিপ্রতি ২০ টাকায় ৪ কেজি পেঁয়াজ বিক্রি করবেন। একজন ডিলার একদিনে পাঁচশ ক্রেতাকে পণ্য বিক্রি করেন। গতকাল টিসিবির পণ্য বিক্রির প্রথম দিন নগরীতে ক্রেতাদের দীর্ঘ সারি ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলাররা।

 

৪১ নম্বর ওয়ার্ডের ডিলার মো. কামরুল পূর্বকোণকে জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করায় এবার বিশৃঙ্খলা নেই। কার্ড নিয়ে যারা পণ্য কিনতে আসছেন তারাই পণ্য পাচ্ছেন। আগের মতো পণ্য কিনতে আর ঝামেলা নেই।

 

তিনি বলেন, ৪৮৫ টাকা দিয়ে একজন ক্রেতা ২ লিটার তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি এবং ৪ কেজি পেঁয়াজ পাচ্ছেন। টিসিবির নির্দেশনা অনুযায়ী আমরা কার্ডধারীদের নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রি করছি। কার্ড পদ্ধতি থাকায় এবার পণ্য ছাড়া কাউকে ফেরৎ যেতে হচ্ছে না। কার্ডধারী কাউকে না পেলে এনআইডির ফটোকপি দিয়েও পণ্য দেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট