চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

পাঁচলাইশ থানার মাদকের মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট, ২০২২ | ১১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মাদকের মামলায় সৈয়দ কাশেম (৩৬) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্ নেছার আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ কাশেম কক্সবাজার জেলার টেকনাফ থানার গুদারবিল কালা মিয়ার বাড়ির মৃত কালা মিয়ার ছেলে।  

আদালত সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানার হিলভিউ হাউজিং দারুল কাউচার ভবনের সামন থেকে ২০১৪ সালের ৩ অক্টোবর সৈয়দ কাশেমকে আটক করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন সুবেদার সৈয়দ মোখলেছুর রহমান বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। ২০১৬ সালের ১৮ মে তৎকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনুরের আদালত সৈয়দ কাশেমের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাস কারাদণ্ড প্রদান করেন।

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট