চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

কদমতলী রেল ক্রসিং : উল্টো পথে গাড়ি, ৪১ যানবাহনকে মামলা

নিজস্ব প্রতিবেদক

১ আগস্ট, ২০২২ | ১০:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিংয়ে সিগনাল অমান্য করে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।  সোমবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা, প্রাইভেট কার, কাভার্ডভ্যান ও মিনি ট্রাকসহ ৪১টি যানবাহন চালকের বিরুদ্ধে এই মামলা দেয়া হয় বলে জানান ট্রাফিক-দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিন।

তিনি জানান, কদমতলী রেলওয়ে লেবেল ক্রসিং দিয়ে সিগনাল অমান্য করে ঝুঁকির মধ্যে উল্টো পথে বিভিন্ন গাড়ি চলাচল করে। এতে করে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা থাকে। গত ২৯ জুলাই মিরসরাইয়ের খৈয়াছড়া রেল ক্রসিংয়ে সিগনাল অমান্য করে পার হতে গিয়ে ট্রেনের ধাকায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। কিছুদিন পূর্বে নগরীতেও এধরণের ঘটনা ঘটেছিল। এর পরেও গাড়ি চালকেরা সচেতন হচ্ছে না। তাই অভিযান চালানো হচ্ছে।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট