চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

দেড় যুগ পর হতে যাওয়া আনোয়ারা আ.লীগের সম্মেলন স্থগিত

আনোয়ারা সংবাদদাতা

২৪ জুলাই, ২০২২ | ১২:২৫ পূর্বাহ্ণ

দেড় যুগ পর হতে যাওয়া আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ মুহূর্তে এসে স্থগিত হয়ে গেছে। আগামী ২৯ জুলাই এই উপজেলায় সম্মেলন হওয়ার কথা থাকলেও স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ। শেষ মুহূর্তে সম্মেলন স্থগিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছেন।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। পূর্বকোণকে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি কিছুটা কমতি থাকায় সাময়িক পিছানো হয়েছে সম্মেলন। আশা করছি আগামী সেপ্টেম্বরে সম্মেলন হতে পারে।

দলীয় সূত্রে জানা গেছে, গত জুন মাসে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২৯ জুলাই অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। সে হিসেবে সম্মেলন প্রস্ততি কমিটি করে ধারাবাহিকভাবে শুরু করা হয় বিভিন্ন কর্মসূচির। গঠন করা হয় বিভিন্ন উপকমিটিও। ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা ও প্রস্ততিমূলক সভাও চলছে। কিন্তু শেষ মুহূর্তে এসে সম্মেলন স্থগিত হয়ে গেলে হতাশ হয়ে পড়েন নেতাকর্মীরা।

সম্মেলন প্রস্তুতি কমিটির নেতারা জানান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নির্দেশে সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কিন্ত শেষ মুহূর্তে জেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিত ঘোষণা করেন। যার কারণে নেতাকর্মীরা হতাশ হয়েছেন।

 

পূর্বকোণ/সুমন/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট