চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

মাতারবাড়িতে অস্ত্রসহ জলদস্যু সিন্ডিকেটের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২ | ১১:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সমুদ্র উপকূল থেকে জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো.হানিফ (২০) উপজেলার উত্তর রাজঘাটের আলী আকবরের ছেলে।

রবিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় মাতারবাড়ির দক্ষিণ রাজঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ রাজঘাট এলাকার কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার রাস্তায় অভিযান চালানো হয়। এসময় জলদস্যু ও অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের সক্রিয় সদস্য মো. হানিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।’

 

এই অস্ত্র সে মাদক কেনা-বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাঁসানোর কাজে এবং এলাকায় প্রভাব বিস্তার এর উদ্দেশ্যে ব্যবহার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেপ্তার হানিফকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মাতারবাড়ি কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ার উপকূলের কাছাকাছি। তাই এই উপকূলীয় অঞ্চলটিকে জলদস্যু ও সন্ত্রাসীরা তাদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের নিরাপদ আশ্রয়স্থল বলে মনে করে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট