চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

কলকাতার সড়কে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, মা আহত

চবি সংবাদদাতা

১৩ জুলাই, ২০২২ | ১১:৪৪ পূর্বাহ্ণ

ভারতের কলকাতায় বাসচাপায় নিহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাজমিলা জিসমাম। এতে আহত হয়েছেন তার মা ও চবির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক শিরিন আরা চৌধুরী।

মঙ্গলবার (১২ জুলাই) কলকাতার ক্যাথিড্রাল রোডে বিড়লা তারামণ্ডলের সামনে জেব্রা ক্রসিং হয়ে রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

অধ্যাপক শিরিন আরা চৌধুরী চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় বসবাস করতেন। আজ (১৩ জুলাই) বিকেল নাগাদ শাজমিলার লাশ চট্টগ্রাম এসে পৌঁছাবে। তবে অধ্যাপক শিরিন শঙ্কামুক্ত বলে জানা গেছে। নিহত শাজমিলা ছাড়াও তার দুই পুত্র সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চবির প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া। তিনি পূর্বকোণকে বলেন, ‌‘আমাদের সহকর্মী অধ্যাপক শিরিন আরা চৌধুরী ডলি চিকিৎসার জন্য কলকাতা গিয়েছিলেন। রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় তার মেয়ে মারা গেছে। মেয়েটি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং খুবই মেধাবী মেয়ে।

পূর্বকোণ/রায়হান/এএইচ

শেয়ার করুন