চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

বাঁশখালী সংবাদদাতা

৬ জুন, ২০২২ | ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে হেফজখানা ও এতিমখানার টিনসেড ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আবরারুল হক আবিদ (১২) নামে এক ছাত্র। পরে লাশটি উদ্ধার করে পুলিশ।

সোমবার (৬ জুন) বিকাল ৩টার দিকে উপজেলা সরল ইউনিয়নে পাইরাং এলাকার জামিয়া হাফছা (রাঃ) বাঁশখালী বালক-বালিকা মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

নিহত আবরারুল হক আবিদ বৈলছড়ি ইউনিয়নের মৌলভী পাড়া নিবাসী মাওলানা হানিফ আল মাহমুদের ছেলে। সে ওই মাদ্রাসার ছাত্র। তার মা মাদ্রাসাটিতে চাকুরি করেন। যার সুবাদে তারা মাদ্রাসাতে অবস্থান করছে।

মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ারুল হক পিন্টু জানান, মৃত্যুর কারণ কেউ জানে না। তবে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রটি বাহির থেকে রশি নিয়ে টিনসেড ঘরে যাচ্ছে। ধারনা করা হচ্ছে, অভিমান অথবা রাগের বশীভূত হয়ে আত্মহত্যা করেছে সে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে যদি ময়না তদন্তের না করার জন্য আবেদন করেন তাহলে তদন্তকরে লাশ দেয়া হবে। এই ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

 

পূর্বকোণ/অনুপম/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট