চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

‘চলচ্চিত্র জাতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে’

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২২ | ১:৫০ অপরাহ্ণ

জেলা শিল্পকলা অ্যাকাডেমির থিয়েটার হলে ‘নাট্যতরী’ ও ‘অ্যাকশান কাট ফিল্ম’র যৌথ উদ্যোগে মূকাভিনয় ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় প্রদশর্নীতে প্রধান অতিথি ছিলেন সমাজ বিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।

তিনি বলেন, ‘দেশপ্রেমিক মানুষ তৈরি করতে থিয়েটার চর্চার গুরুত্ব অপরিসীম। সেই সঙ্গে চলচ্চিত্রও একটি জাতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে দারুণ সহায়তা করে।’

অ্যাকশান কাট ফিল্মের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মর্তুজার সভাপতিত্বে ও নাট্যতরীর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ ইকবাল জাভেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর মো. আমিনুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা অনুপ কুমার মিত্র, চট্টগ্রাম বন্দরের ট্রাফিক বিভাগের সাবেক পরিচালক গোলাম সারোয়ার, এ্যাম্বাসেডরের ব্যবস্থাপনা পরিচালক শাহির আহমেদ, আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা, বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মামুন ও মূকাভিনয়জন রিজোয়ান রাজন।

পরে নাট্যতরীর শিল্পীদের পরিবেশনায় রক্তে অর্জিত বাংলা, ভার্চুয়াল এডিকশান ও মৌলিক অধিকার শিরোনামে তিনটি মূকাভিনয় প্রদর্শন করা হয়। এছাড়া অ্যাকশান কাট ফিল্মের ব্যানারে নির্মিত তরুণ চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ ত্বকী পরিচালিত মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুক্তি ও প্যারেন্টিং’ এবং শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্বন্দ্ব’, ‘থ্রি নট থ্রি’ প্রদর্শন করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট