চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কর অঞ্চল : আয়কর আদায়ে প্রবৃদ্ধি ৪০%

মিজানুর রহমান

৪ জানুয়ারি, ২০২২ | ১:২৫ অপরাহ্ণ

২০২১-২২ করবর্ষের প্রথম ছয় মাসে ৭ হাজার ৩৯২ কোটি ৯৭ লাখ টাকা আয়কর আদায় হয়েছে চট্টগ্রামের চার কর অঞ্চলে। গত করবর্ষের এই সময়ে চট্টগ্রামের চার কর অঞ্চলে আয়কর আদায় হয়েছিলো ৫ হাজার ২৮১ কোটি ৮৯ লাখ টাকা। সেই হিসাবে এবার ২ হাজার ১১১ কোটি ৮ লাখ টাকা বেশি আয়কর আদায় হয়েছে। আয়কর আদায়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪০ শতাংশ।
আয়কর বিভাগের দেওয়া তথ্যানুযায়ী- করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও করবর্ষের প্রথম ছয় মাসে কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করেছে চট্টগ্রামের চার কর অঞ্চল। ২০২১-২২ করবর্ষের প্রথম ছয় মাসে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৭ হাজার ১৮৩ কোটি ৮ লাখ টাকা। লক্ষ্যমাত্রার এই সংখ্যার চেয়ে ২০৯ কোটি ১৭ লাখ টাকা বেশি আয়কর আদায় হয়েছে চট্টগ্রামে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান- চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে টিনধারীর সংখ্যা ২ লাখ ২৭ হাজার ২০১ জন। ২০২১-২২ করবর্ষের প্রথম ছয় মাসে রিটার্ন জমা দিয়েছেন ৭০ হাজার ৮৭৬ জন। এরমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৫৯৭ জন। আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৪ হাজার ৬৩ কোটি ৯৫ লাখ টাকা। আদায় হয়েছে ৪ হাজার ১২৪ কোটি ৬ লাখ টাকা। গত বছর আদায় হয়েছিলো ৩ হাজার ১৮ কোটি ১৪ লাখ টাকা।
চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে মোট টিনধারীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ২৪৪ জন। ২০২১-২২ করবর্ষের প্রথম ছয় মাসে রিটার্ন জমা দিয়েছেন ৪৯ হাজার ৪৮৭ জন। এরমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৮২৩ জন। আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ৩৩৪ কোটি ১৫ লাখ টাকা। তবে আদায় হয়েছে ১ হাজার ২৯৪ কোটি ৮১ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে কম। এই কর অঞ্চলে গত বছর আদায় হয়েছিলো ১ হাজার ১৭৬ কোটি টাকা।
১ লাখ ৫৫ হাজার ৭৮৩ জন টিনধারী রয়েছেন চট্টগ্রাম কর অঞ্চল-৩ এর অধীনে। ২০২১-২২ করবর্ষের প্রথম ছয় মাসে রিটার্ন জমা দিয়েছেন ৫১ হাজার ৫৪৯ জন। এরমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ৬২৭ জন। যা চার কর অঞ্চলের মধ্যে সবচেয়ে কম। আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ১ হাজার ২৩১ কোটি ৫০ লাখ টাকা। আদায় হয়েছে ১ হাজার ৪০১ কোটি ১০ লাখ টাকা। গত বছর আদায় হয়েছিলো ৬২২ কোটি টাকা।
চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর অধীনে টিনধারীর সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৩৮৯ জন। ২০২১-২২ করবর্ষের প্রথম ছয় মাসে রিটার্ন জমা দিয়েছেন ৪৮ হাজার ২৮২ জন। এরমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ২৫ জন। আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৫৫৪ কোটি ২০ লাখ টাকা। আদায় হয়েছে ৫৭৩ কোটি টাকা। গত বছর আদায় হয়েছিলো ৪৬৫ কোটি ৭৫ লাখ টাকা।
চট্টগ্রাম কর অঞ্চল-১ এর কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ পূর্বকোণকে বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও চলতি করবর্ষের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায় হয়েছে। কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আয়কর আদায়ে কাজ করায় এটি সম্ভব হয়েছে। করদাতারাও আমাদের সহযোগিতা করেছেন। সবার সহযোগিতা অব্যাহত থাকলে পুরো করবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয়কর আদায় করতে পারবো আমরা।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট