চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

চট্টগ্রামে আগুনে পুড়ল ৭ দোকান ও গোডাউন

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারি, ২০২২ | ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে পৃথক অগ্নিকাণ্ডে ৭ দোকান ও একটি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নগর এবং কর্ণফুলী উপজেলায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে নগরের কোতোয়ালীর বক্সিরহাট এলাকায় একটি কাঁচা মার্কেটে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও চন্দনপুরা ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এছাড়া একইদিন দিবাগত রাত ২টা ৫৫ মিনিটের দিকে একই থানার রিয়াজউদ্দিন বাজার এলাকার বিএম সুপার মার্কেট নামে একটি ৯ তলাবিশিষ্ট ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগ্রাবাদ ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত ৩টা ৫০ মিনিটের দিকে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে একটি গোড়াউন পড়ে যায়। এই অগ্নিকাণ্ডে প্রায় ২ লাখ ৬০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট