চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

অদম্য মাহিন পেল জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক 

৩১ ডিসেম্বর, ২০২১ | ১২:২৪ অপরাহ্ণ

গায়ে ধবধবে সাদা স্কুল ড্রেস। চোখে চশমা। হাঁটতে কষ্ট হলেও সেলফিবাজি চলছে হাসিমুখেই। কয়েকশ সহপাঠী জিপিএ-৫ পেলেও সবার ‘মধ্যমনি’ সে। তাকে ঘিরেই আড্ডা। ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ। যেন তার অর্জনকেই উদযাপন করছে পুরো স্কুল।

বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশের পর কলেজিয়েট স্কুলে প্রবেশ করতেই দেখা মিললো শারীরিক প্রতিবন্ধী আব্দুল্লাহ আল মাহিনের জিপিএ-৫ পাওয়া নিয়ে বন্ধুদের এমন উদযাপন। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাহিন। আব্দুল্লাহ আল মাহিন পূর্বকোণকে জানান, ছোটবেলা থেকেই শারীরিক প্রতিবন্ধী সে। চলাফেরায় সমস্যা হলেও পড়াশোনা ছাড়েনি। ভালো ফল করেই প্রতিটি শ্রেণি উত্তীর্ণ হয়েছে। বন্ধুরাও তাকে সহায়তা করেছে সব সময়। বড় হয়ে বড় গবেষক হতে চায় মাহিন।

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. জাহেদ পূর্বকোণকে জানান, স্কুলে ভর্তির পর থেকেই মাহিন পড়াশোনা নিয়ে ভীষণ সিরিয়াস। শারিরীক সমস্যা থাকলেও সময়ের পড়া সময়ে শেষ করতো সে। বিজ্ঞানের অনেক কঠিন টপিক সহজেই বুঝে যেত সে। মাহিনের জিপিএ-৫ প্রাপ্তিতে আমরা উচ্ছ্বসিত।

পূর্বকোণ/ এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট