চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

হালদার পাড়ে মাটি কাটায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৩১ ডিসেম্বর, ২০২১ | ১২:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীর পাড় থেকে এসকেভেটর দিয়ে মাটি কাটার সময় একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় ছিপাতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদামতল এলাকা এই অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম।

তিনি বলেন, হালদার পাড় থেকে মাটি খনন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি খননের কাজে ব্যবহৃত ট্রাক ও এসকেভেটরের চাকলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট