চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে গরম পানিতে ঝলসানো শিশুর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২১ | ১১:৫০ অপরাহ্ণ

হাটহাজারীতে গরম পানিতে ঝলসানো কাজিমুল হাবিব (৪) নামের এক শিশু  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার সকালে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুড়িশ্চর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

শিশু কাজিমুল হাটহাজারীর বুড়িশ্চড় বাজার এলাকার প্রবাসী ইমরান হোসেনের পুত্র।

গত রবিবার  গোসলের জন্য রান্না ঘরে রাখা গরম পানিতে পড়ে দগ্ধ হয় সে । এসময়  তার শরীরের প্রায় ৩২ শতাংশ ঝলসে যায়। দগ্ধ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক), পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।

 

পূর্বকোণ/খোরশেদ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট