চট্টগ্রাম সোমবার, ২০ মে, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ‘জলদস্যু সরদার’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২১ | ৫:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লালদিঘী পাড় এলাকা থেকে জলদস্যু লিডার মো. ফরিদ আলম মিন্টুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার ফরিদ আলম কক্সবাজারের কুতুবদিয়া থানার পরান শিকদার পাড়ার আবুল কালামের ছেলে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহাকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় লালদিঘী পাড়ে অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে মো. ফরিদ আলমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ জানায়, ২০১৬ সাল থেকে কুতুবদিয়া, মহেশখালী সমুদ্র এলাকায় মাছ ধরার নৌকা ছিনতাই, জেলে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো সে। এছাড়া ওই এলাকা নিয়ন্ত্রণের জন্য ২০১৮ সালে তারেক আজিজ নামে এক জলদস্যুকে মাসিক বেতনের ভিত্তিতে নিয়োগ করেছিল।

তিনি আরো জানান, কক্সবাজারের কুতুবদিয়া থানায় ৬টি এবং নগরীর পাহাড়লী থানায় ১টি অস্ত্র মামলাসহ মোট ৭ টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার ফরিদ আলমকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট