চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

রাঙামাটিতে সাড়ে ৩ একর চাষের জমিতে গাঁজার আবাদ!

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২১ | ৭:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালীতে সাড়ে ৩ একর চাষের জমিতে গাঁজার আবাদের সন্ধান পেয়েছে র‌্যাব ও সেনাবাহিনী। অভিযান চালিয়ে ধ্বংস করা হয়েছে সেই জমিতে আবাদ করা সাড়ে ৩ হাজার কেজি গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে এক মাদক ব্যবসায়ীকে।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল পৌণে ৬টায় উপজেলার ডেবাছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- ধন্য মনি চাকমা (৪৩)। তিনি ওই এলাকার মৃত ঘাড়ভেঙ্গা চাকমার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল। পূর্বকোণকে তিনি বলেন, রবিবার সকালে কাউখালীর ডেবাছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সাড়ে ৩ একর চাষের জমিতে গাঁজার আবাদ করায় ধন্য মনি চাকমাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এসময় ধ্বংস করা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

‘এর আগে গত ১৫ নভেম্বর কাউখালী থানাধীন যেবাছড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ একর জমিতে চাষকৃত সাড়ে ৫ হাজার কেজি গাঁজা ধ্বংস করা হয়।’

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট