চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

তিন দিনের ছুটির ফাঁদে দেশ

রেল স্টেশনে ‘ঈদের’ ভিড়

নিজস্ব প্রতিবেদক 

১২ ডিসেম্বর, ২০২১ | ১২:৩৭ অপরাহ্ণ

টানা তিন দিনের ছুটিকে সামনে রেখে অগ্রিম টিকিটের জন্য চট্টগ্রাম রেল স্টেশনে ‘ঈদের’ ভিড় তৈরি হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আগামী বুধবারের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে বেলা ১২টার মধ্যে বুধবারের ৮টি আন্তঃনগর ট্রেনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়।

সংশ্লিষ্টরা জানান, আগামী বৃহস্পতিবার বিজয় দিবসের বন্ধ রয়েছে। এরপর শুক্র ও শনিবার সরকারি ছুটি। সব মিলিয়ে টানা তিন দিনের ছুটির ফাঁদে দেশ। এমন পরিস্থিতিতে পরিবার কিংবা স্বজনদের সঙ্গে সময় কাটাতে কর্মস্থল ত্যাগ করতে চাচ্ছেন সবাই। এজন্য বাহন হিসেবে সবার ‘প্রথম পছন্দ’ ট্রেন।

চট্টগ্রাম রেল স্টেশনের কর্মকর্তারা জানান- বুধবার সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকা যাবে সূবর্ণ এক্সপ্রেস। এই ট্রেনের ৭৬ শতাংশ আসন বিক্রি হয়েছে। সকাল ৯টায় সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাহাড়ীকা এক্সপ্রেসের টিকিট বিক্রি হয়েছে ৭২ শতাংশ। বেলা সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে যাবে মহানগর এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ৭৩ শতাংশ। ওইদিন মহানগর গোধূলী চট্টগ্রাম থেকে ঢাকা যাবে বিকাল ৩টায়। এই ট্রেনের টিকিট বিক্রি হয়েয়ে ৯০ শতাংশ। বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেসের টিকিট বিক্রি হয়েছে ৯৫ শতাংশ। ৫টা ১৫ মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেসের শতভাগ টিকিট বিক্রি হয়ে গেছে।

এছাড়া আগামী বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে সিলেট যাবে উদয়ন এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ৯১ শতাংশ। রাত ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তূর্ণা এক্সপ্রেসের টিকিট বিক্রি হয়েছে ৮৮ শতাংশ। অনলাইন ও কাউন্টার সব মিলিয়ে আগামী বুধবারের ৮টি ট্রেনের ৮৪ শতাংশ টিকিট শনিবারই বিক্রি হয়ে গেছে ।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী পূর্বকোণকে বলেন, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ছুটি। এজন্য গতকাল শনিবার থেকে শুরু হওয়া বুধবারের অগ্রিম টিকিটের জন্য কাউন্টারে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিলো। সকাল ৮টায় ৮টি কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ১২টার মধ্যেই ‘বিক্রয়যোগ্য’ সব টিকিট বিক্রি হয়ে যায়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট