চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজারে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর, ২০২১ | ১১:৪৪ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার পেকুয়া থানা এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের সুন্নিয়া পাড়ার সুলতান আহেমেদের ছেলে ওমর ফারুক (২৯), মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮),আলী আহমদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আব্দুর ছবুরের ছেলে মো. সজিব (২৬) ও মো. রাজু (২৭) এবং মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)।

রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৭টায় সদর ইউনিয়নের নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নুইন্ন্যা মুইন্ন্যা ব্রিজের ওপর একটি প্রাইভেট কার ও দুইটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ওই গাড়িগুলো থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, উখিয়া কোটবাজার থেকে এসব ইয়াবা ক্রয় করে চকরিয়া, পেকুয়া হয়ে লোহাগড়ার উদ্দেশ্যে নিয়ে আসছিল। এর আগে এই সংঘবদ্ধ চক্রটি ইয়াবার বেশ কয়েকটি বড় চালান চট্টগ্রাম-ঢাকায় পৌঁছে দিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট