চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

বিদায় ‘ক্রিস্টাল গোল্ড’

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২১ | ১১:১০ অপরাহ্ণ

অনেক দিন আগের কথা। পারকি সৈকতের বালিতে সেই যে আটকে গেছি, তারপর বুঝেছি ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে পরাজিত নাবিকের কারণে আমিও পৌঁছেছি জীবনের শেষ সময়ে। অথচ যৌবনের দিনগুলোতে ঢেউয়ের পিঠে চেপে দাপিয়ে বেড়াতাম ভারত, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক। যেখানে আমার চলার শব্দে কেঁপেছে দিগন্ত, কত নাবিক লাল সালামে ছেড়েছে পথ। স্বচ্ছ জলে নিজের শরীর দেখে পুলকিত হওয়ার সেই দিনগুলি আর ফিরবে না। তার কষ্টে অচল শরীরে মরিচিকা রোগে আক্রান্ত হৃদয়।

কষ্টময় সময়েও যখন পারকি সৈকতের পর্যটকের সেলফি জুড়ে আমার অবস্থান। ঢালিউডের সুপার হিরো শাকিব যখন আমার বুকে বুবলিকে নিয়ে খোশ গল্পে মশগুল, তখন শুনলাম আমার শরীরে বিষাক্ত পদার্থের বাস। শুনলাম বিশেষজ্ঞদের কথা। আমার শরীরের প্রতিটি অংশ কেটে আলাদা করা হবে। তারপর অনেকদিন কেটে গেল । হঠাৎ আজ শনিবার সকালে কিছু লোক এসে বুকের একপাশ কেটে নিয়ে গেল।

বলছিলাম আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে ২০১৭ সালের ৩০ মে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে আটকে পড়া জাহাজ ‘ক্রিস্টাল গোল্ড’ এর কথা। সাড়ে চার বছর পর জাহাজটি কেটে সৈকত থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) থেকে সেটি কাটা শুরু হয়েছে। ফোর স্টার এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা নিয়ে জাহাজটি কাটার কাজ শুরু করেছে । সুতরাং বিদায় ‘ক্রিস্টাল গোল্ড’।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট