চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সুতা ঘোষণায় কেমিক্যাল আমদানি, বন্দরে কন্টেনার সিলগালা

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২১ | ৯:৩৪ অপরাহ্ণ

সুতার ঘোষণায় ২৪৭ বস্তা কেমিক্যাল আমদানির দায়ে চট্টগ্রাম বন্দরে ময়মনসিংহের ভালুকার পিএনআর ইন্ডাস্ট্রিজের কন্টেনার সিলগালা করেছে কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর)। শনিবার (১১ ডিসেম্বর) এআইআর সূত্রে এই তথ্য জানা গেছে।  

এআইআর শাখার এক কর্মকর্তা জানান, শতভাগ পলিস্টার সুতা আমদানির ঘোষণার চালানে এসেছে ৯ দশমিক ৮৬ কেজি কেমিক্যাল। চালানটি খালাসের জন্য আমদানিকারকের মনোনিত সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আগ্রাবাদের রাসেল গার্মেন্টস কাস্টম হাউসে বিল অব এন্ট্রি দাখিল করে গত ৬ ডিসেম্বর।

৯ ডিসেম্বর সিএন্ডএফ প্রতিনিধির উপস্থিতিতে কনটেইনারটি কিপ ডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। যাতে  পাওয়া যায় কেমিক্যাল। পরে চালানটি আটক করেছেন কাস্টম হাউস চট্টগ্রামের কর্মকর্তারা। কনটেইনারটি নতুন করে সিল দিয়ে বন্ধ করে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে লক করে দেন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট