চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

এডভোকেট হরিসাধন নিবেদিতপ্রাণ মানুষ: পটিয়ার স্মরণসভায় বক্তারা

অনলাইন ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২১ | ৫:২৭ অপরাহ্ণ

পটিয়ার কৃতীসন্তান, রাজনীতিক ও শিক্ষানুরাগী এডভোকেট হরিসাধন দেব ব্রহ্মণের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় হাইদগাঁও গ্রামের শালিক পাড়াস্থ তার জন্মভিটায় পটিয়া গৌরব সংসদ ও এডভোকেট হরিসাধন দেব ব্রহ্মণ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভা কমিটির আহ্বায়ক এনামুল হক মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক অজিত কুমার মিত্র, হাইদগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, পটিয়া প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ ছিদ্দিকী, হাইদগাঁও ইউপি চেয়ারম্যান ইউনুচ মিয়া, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, পটিয়া থিয়েটারের সভাপতি মোহাম্মদ ছৈয়দ, অধ্যাপক ভগীরথ দাশ, প্রভাতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুনীল বিশ্বাস, প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, এডভোকেট আশীষ চৌধুরী, মাস্টার শ্যামল দে, সিপিবি নেতা অলক দাশ, মহিলা পরিষদের নেত্রী মদিনা বেগম, তাপস কুমার দে, আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী, শিক্ষিকা স্বপ্না দত্ত, যদুরঞ্জন চৌধুরী, আনোয়ার হোসেন, মোকতার আহমদ, চেয়ারম্যান প্রার্থী আবুল হাসনাত মো. ফয়সাল, সাইফুল ইসলাম শাহীন প্রমুখ।

বক্তারা বলেন, হরিসাধন দেব আজীবন মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন। পটিয়াবাসীর আপদে বিপদে লড়াই সংগ্রামে সামনের কাতারে ভূমিকা রেখেছেন। এলাকার শিক্ষাবিস্তারে প্রতিষ্ঠা করেছেন দুইটি বিদ্যালয়। এরকম নিবেদিতপ্রাণ মানুষ সমাজে বিরল।

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট