ফটিকছড়ির পূর্ব মাইজভা-ার গ্রামের মনছপ আলী বাড়িতে গতকাল দুপুরে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, লেলাং ইউপির গোপালঘাটা গ্রামের নুরুল হাজি বাড়ির সরোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১০) তার নানারবাড়ি পূর্ব মাইজভা-ার মনছপ বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর একটার দিকে পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়। নানার বাড়ির লোকজন তার শরীরের অর্ধেকাংশ পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে সেখান থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃত সাইফুল গোপালঘাটা আদর্শ বাজার প্রাথমিক বিদ্যালয়ের
তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে।