চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

ঢাবির ভর্তি পরীক্ষার প্রথম দিনেই চবিতে অনুপস্থিত ২ হাজার ৫১০

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২১ | ৩:৫৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয় ‘ক’ ইউনিটের পরীক্ষা, যা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।
কিন্তু ১১ হাজার ২১০ জন শিক্ষার্থীর মধ্যে চবির হল কেন্দ্রে উপস্থিত ছিলেন ৮ হাজার ৭০০ জন পরীক্ষার্থী। অর্থাৎ অনুপস্থিত ছিলেন ২ হাজার ৫১০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ৭৭.৬১ শতাংশ। আর অনুপস্থিতির হার ২২.৩৯ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট