চট্টগ্রাম শনিবার, ১৮ মে, ২০২৪

সর্বশেষ:

পরীক্ষায় জালিয়াতি করলেই ব্যবস্থা: চবি উপাচার্য

চবি সংবাদদাতা

১ অক্টোবর, ২০২১ | ১:০৭ অপরাহ্ণ

ভর্তি পরীক্ষায় জালিয়াতি করলেই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন। শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে ঢাবির ভর্তির পরীক্ষার হল পরিদর্শনে এসে গণমাধ্যমে এমন মন্তব্য করেন উপাচার্য।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৫০ বছরেও পরীক্ষায় জালিয়াতি করে কেউ পার পায়নি। সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সে হিসেবে চট্টগ্রাম বিভাগের ভর্তিচ্ছুদের পরীক্ষার কেন্দ্র পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার চবিতে অংশ নিয়েছেন ১১ হাজার ২১৭ জন ভর্তিচ্ছু।

পরিদর্শনে এসে উপাচার্য বলেন, গত এক সপ্তাহ জুড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের ভর্তি জালিয়াতি ও অপকর্ম যাতে না হয়, সে বিষয় নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর এখনো কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভর্তিচ্ছুদের উদ্দেশে তিনি বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নির্দ্বিধায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। কোনো অনিয়ম চোখে পড়লে বা অসুবিধায় পড়লে প্রশাসের সাথে যোগাযোগ করবে। যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত তারা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট