চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

‘এবারও জন্মায়নি ছেলে’, আত্মহত্যা করল তিন মেয়ের মা

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২১ | ১১:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এবারও পুত্র সন্তান জন্ম না নেয়ায় সালমা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

সোমবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সালমা আক্তার তিন কন্যা সন্তানের জননী। তার স্বামী মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির বন্ধ দরজা খোলার জন্য কান্নাকাটি করছিল সালমা আক্তারের ছোট মেয়ে। পরে প্রতিবেশিরা তাকে সহযোগিতা করতে বাড়ির দরজা খুলতেই দেখা যায়, বাড়ির সিলিংয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিলেন তিনি। পরে তারা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোষণা করেন।

মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই মহিলাটির মৃত্যু হয়েছে।

নিহতের স্বামী মোহাম্মদ হোসেন লিটন বলেন, প্রায় মাস খানেক আগে আমার একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করে। এরপর থেকেই সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। মূলত বারবার কন্যাসন্তান হওয়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা দেয়া হয়েছিল। কিন্ত হঠাৎ আত্মহত্যার করে বসবে তা ভাবিনি।

বিষয়টি নিশ্চিত করেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী। পূর্বকোণকে তিনি বলেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট