চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গি তৈরি না হয় : রেজাউল

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২১ | ৮:৪০ অপরাহ্ণ

কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যেন জঙ্গি তৈরি না হয় সেজন্য প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। সোমবার (৩০ আগস্ট) নগরীর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এতিম ও কোরআনে হাফেজদের মধ্যে কোরআন শরীফ, উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মেয়র বলেন, ‘এলেম শিক্ষা, জ্ঞান অর্জন ও ধারণ প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এতে জীবন শুদ্ধ হয় এবং সামাজ কর্তব্য পরায়ণ হয়। সবচেয়ে বড় কথা মানবিকতাই হচ্ছে প্রত্যেক ধর্মের মূল বাণী। তাই মানবিকতা বিবর্জিত ধর্মবোধ অধর্ম ও আত্মবিনাশী দুরাচার। “ইসলাম সাম্য ও শান্তির ধর্ম। কোনো কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও হেফজখানায় এক শ্রেণির দুরাচারী শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের ধর্ম সাধনের পরিবর্তে বিপথগামী করছে, অশান্তি, নৈরাজ্য ও নাশকতায় প্ররোচিত করছে এবং কথিত জিহাদের নামে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে। এই জঙ্গিবাদ ইসলাম ও মানবতার মহাশত্রু। এই শক্র যেন পয়দা না হয়, সেদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালক ও অভিভাবকদের সর্তক থাকতে হবে।’

অনুষ্ঠানে পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রোখসানা আক্তার, হীরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, সাইফুল করিম চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নূর মোস্তফা, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মহসিন, আবদুস সালাম জাগিরদার, আবু বক্কর সিদ্দিকী, হায়দার আলী, রেজাউল করিম প্রমুখ।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট