চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

‘অপরাধে জড়াতে ১২ রামদা তৈরি’, রোহিঙ্গাসহ দু’জন গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৩০ আগস্ট, ২০২১ | ৭:১৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় দেশীয় অস্ত্রদারী এক রোহিঙ্গাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ১২টি রামদা।

রবিবার (২৯ আগস্ট) রাত ১১টায় পালংখালী ইউপির থাইংখালী স্টেশনের মৌলভী মুক্তারুল জলিল মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।

গ্রেপ্তার দু’জন হলেন- নাইক্ষ্যংছড়ির তুমব্রু বাজার পাড়া এলাকার মৃত বসন্ত বালা কর্মকারের ছেলে বাদল কর্মকার (৩৯) ও উখিয়া এফসিএন নম্বর- ১২১৫৬৭, ব্লক- এ/১, ক্যাম্প-২/ই এর মৃত নজির হোছনের ছেলে হোসেন আহম্মদ (৩২)।

সোমবার (৩০ আগস্ট) বিকেলে এক মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ। পূর্বকোণকে তিনি বলেন, রামদাগুলো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করার জন্য তৈরি করে দোকানে মজুদ করা হয়েছে। এই ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/আরাফাত/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট