চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

কাঁচামরিচে বাজার গরম

নিজস্ব প্রতিবেদক 

৯ আগস্ট, ২০২১ | ২:৫২ অপরাহ্ণ

বাজারে কাঁচামরিচ প্রায় উধাও। হঠাৎ করে কাঁচামরিচের আকালের কারণ জানতে চাইলে বিক্রেতা বলেন, ক্রেতার সাথে সারাক্ষণ কে ঝগড়া করবে। সপ্তাহের ব্যবধানে প্রায় ১৫০ টাকা দাম বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ক্রেতাদের সাথে ঝগড়া করতে চাই না, তাই মরিচ বিক্রিও করছি না।  এবার ডাবল সেঞ্চুরি করেছে প্রতিদিনের অতি প্রয়োজনীয় এ পণ্যটি।

এভাবে অস্বাভাবিক দাম বাড়ার কারণে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতা উভয়েই। তবে কিছু বিক্রেতা অতিরিক্ত লাভের সুযোগ হাতছাড়া করছেন না। আগের কেনা বাসি মরিচও সুযোগ বুঝে বিক্রি করছেন চড়া দামে। বেশিরভাগ দোকানে অন্যান্য সবজি থাকলেও নেই কাঁচামরিচ।  কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, সপ্তাহের ব্যবধানে বাজারে এক কেজি কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। যা সাতদিন আগেও বিক্রি হয়েছিল ৫০-৬০ টাকায়। মরিচের এমন দাম শুনলে ক্রেতারা রেগে গিয়ে ঝগড়া করেন। তাই আর বিক্রি করছি না। এমন কথা এক-দুইজন ব্যবসায়ী নয়, প্রায় ব্যবসায়ীই বলেছেন।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে ২০১৯ সালের এসময় চট্টগ্রামে কাঁচা মরিচের খুচরা দর ছিল কেজি ৫০-৫৫ টাকা। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে গতবছর এসময় বিক্রি হয়েছিল ১৫০-১৬০ টাকায়। তবে এবছর তা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। দুই বছরের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে প্রায় সাড়ে চার গুন এবং গত বছর থেকে প্রায় ৫০ টাকা বেশি।

গতকাল (রবিবার) নগরীর খুচরা বাজারগুলোতে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। কিছু কিছু দোকানে ২২০-২৩০ টাকায় বিক্রি হতেও দেখা যায়।

রিয়াজউদ্দিন বাজার চৈতন্য গল্লির আড়তদাররা বলেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হওয়ায় বন্যার সৃষ্টি হয়েছে। এ কারণে মরিচ ক্ষেতসহ প্রায় সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। এছাড়া টানা লকডাউনের কারণে নওগাঁ, যশোর থেকে পর্যাপ্ত মরিচ আসছে না। চট্টগ্রামের বাজারে মরিচের চাহিদা মেঠানো হয় নওগাঁ ও যশোহরের মরিচ দিয়ে। যা এখন পর্যাপ্ত আসছে না।

রিয়াজউদ্দিন বাজারের আড়তদার শাহিন মিয়া বলেন, করোনার মধ্যে গত বছর এসময়ও মরিচের দাম বেশি ছিল। আগে কখনো মরিচের দাম এত টাকা হয়নি। সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত দেখেছি দাম বাড়তে। এখন নানা কারণে বাড়ছে। আমরা কৃষকদের কাছ থেকে বেশি দামে কিনে আনছি। এছাড়া লকডাউনের কারণে খুবই অল্প সংখ্যক ট্রাক আসছে শহরে। যা ক্রেতা চাহিদার তুলোনায় কম। তাই দাম বেড়েছে মরিচের। আজ পাইকারি দামে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকায়।

চকবাজারের ব্যবসায়ী রিপন বলেন, দাম বাড়লে আমি বিক্রি করি না। কারণ ক্রেতাদের পাশাপাশি ম্যাজিস্ট্রেট এসে দাম বেশি দেখলেই কয়েক হাজার টাকা জরিমানা করে দেন। তাই আর ঝুঁকি নিচ্ছি না।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট