চট্টগ্রাম বুধবার, ২২ মে, ২০২৪

যৌতুকের দাবিতে স্বামীর ‘নির্যাতনে’ হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১৫ জুলাই, ২০২১ | ১০:০০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় যৌতুকের দাবিতে স্বামী শহিদুল ইসলাম বাবুলের (৪৩) নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আমেনা খাতুন (১৮) নামের এক গৃহবধূ। বুধবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা চকরিয়ার শাহ ওমরাবাদ এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

গৃহবধূ আমেনা খাতুন পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। স্বামী শহিদুল ইসলাম বাবুল একই এলাকার মৃত কবির আহমদের ছেলে।

আমেনা খাতুনের পিতা জয়নাল আবেদীন বলেন, বিয়ের পরে শহিদুল যৌতুকের দাবিতে আমেনা খাতুনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে আমার মেয়ের ওপর পৈশাচিকভাবে শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে আমার ছোটভাই জসিম উদ্দিন তাদের ভাড়া বাসায় গিয়ে মেয়েকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করতে চাইলে লোকজন নিয়ে বাধা দেন শহিদুল। পরে নিরাপত্তার স্বার্থে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, শহিদুল ইসলাম বাবুল মেয়ের পিতা জয়নাল আবেদীনের বন্ধু হয়। এই সম্পর্কের জেরে জয়নালের বাড়িতে নিয়মিত আসা যাওয়া ছিলো তার। এক পর্যায়ে বন্ধুর মেয়ে আমেনা খাতুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন শহিদুল। বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ৬ জুন রাতে তরুণী আমেনা খাতুনকে চট্টগ্রাম শহরে নিয়ে যায় সে। পরবর্তীতে ১৭ জুন চট্টগ্রামের আলকরণ এলাকার একটি কাজী অফিসে আমেনা খাতুনকে বিয়ে করেন শহিদুল।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায় নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/জাহেদ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট